Categories
জেলা

বিজেপির দলীয় পার্টি অফিস ভাঙচুর

১৯/৩/২০২১,ওয়েবডেস্কঃ

উত্তর দিনাজপুর জেলার করনদিঘী বিধানসভার বিজেপির দলীয় পার্টি অফিস ভাঙচুর করে টেবিল-চেয়ার সহ একাধিক জিনিসপত্র পুড়িয়ে দিল বিজেপির কার্যকর্তা ও কর্মী-সমর্থকরা। বিক্ষোভ কারী বিজেপি কর্মীরা বলেন, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন মনোদেব সিনহা তাকে করণদিঘী ব্লক বিজেপি কর্মীরা মানছেন না।, এর পড়ে করণদিঘী বিজেপি প্রার্থী ঘোষণা না হওয়ায় জেরে দলের মধ্যে জোড় জল্পনা শুরু হয়েছে।

77

Leave a Reply