Categories
রায়গঞ্জ

উদয়পুর ছিন্নমস্তা কালীবাড়ির পূজা এবার সুবর্ণজয়ন্তী পালন করলো

১৩/৩/২০২১,ওয়েবডেস্কঃ

উদয়পুর ছিন্নমস্তা কালি মায়ের পূজা এবার ৫০ তম বর্ষ পূরণ হলো। করোনা অতিমারী সময়ে করোনা বিধি মেনেই পূজা হলো গতকাল। ভিড় ছিল চোখে পরার মতো। পূজা উপলক্ষে ছোট্ট মেলার আয়োজন করা হয়েছিল। পূজা কমিটির পক্ষ থেকে প্রলয় সাহা জানান, মানুষের ইচ্ছেতেই করোনা কালেও পূজা হলো। মানুষ করোনা বিধি মেনে এই পূজায় অংশ গ্রহন করছেন। দূরদূরান্ত থেকে থেকে ভক্তরা আসছেন ও পূজায় অংশ গ্রহন করছেন।স্থানীয়দের মধ্যে এই পূজা ঘিরে উন্মাদনা ছিলো চোখে পরার মতো।

49

Leave a Reply