Categories
আবহাওয়া

বৃষ্টির সম্ভাবনা উত্তরে , কি বলছে আবহাওয়া দপ্তর!

ওয়েবডেস্কঃ পশ্চিমি ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব পড়েছে কলকাতায়। সেখানে সামান্য কমেছে তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির ঘরে। তবে দক্ষিণবঙ্গে আগামী পাঁচদিন পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

86

Leave a Reply