Categories
রাজ্য

দেওয়াল লিখে ভোট প্রচার শুরু করলেন অশোক ভট্টাচার্য

১০/৩/২০২১,ওয়েবডেস্কঃ

বিধানসভা নির্বাচনে শিলিগুড়ির বিধানসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোটের সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্য। এদিন শিলিগুড়িতে দেওয়া লিখে ভোটের প্রচার শুরু করেন অশোক ভট্টাচার্য। প্রচার কাজে কর্মী সমর্থক দের সাথে উপস্থিত ছিলেন সিপিআই এমের নেতা জীবেশ সরকার সহ অন্যান্য নেতারাও। এদিন অশোক ভট্টাচার্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বামফ্রন্ট নেতৃত্ব সহ সংযুক্ত মোর্চা ওনার ওপর যে আস্তা ভরসা রেখেছে তার জন্য তিনি ধন্যবাদ জানান সকলকে। এছাড়াও সাধারন মানুষ জেলাবাসী ওনার ওপর যে ভরসা রেখেছেন তারজন্যও ভোটারদেরও ধন্যবাদ জানান। তিনি বলেন, এবার নিয়ে মোট ছয়বার বিধানসভা ভোটে দাঁড়ালেন তিনি। যার মধ্যে পাঁচ বার তিনি জয়ী হয়েছেন ও একবার পরাজিত। তবে এবারে ভোটে জয় নিয়ে তিনি আশাবাদী।

29

Leave a Reply