Categories
জেলার খবর

পথ দুর্ঘটনায় নিহত ১

ওয়েব ডেস্ক, ফেব্রুয়ারি ১৯,২০২১: ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত এক ও গুরুতর আহত এক।
শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার তুতবাগান এলাকার ৩১ নং জাতীয় সড়কে। স্থানীয় লোকজনের দাবী শিলিগুড়ি গামী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যানের খালাসীর। গুরুতর আহত অবস্থায় গাড়ীর চালককে প্রথমে দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে ও পরবর্তী কালে উত্তরবঙ্গ মেডিক্যল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই খালসীর নাম অভয় দাস, বাড়ী – কোচবিহার জেলায়। গাড়ীর চালকের নাম কার্তীক দেবনাথ।
ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ এবং দমকল। গাড়ী গুলিকে উদ্ধার করে চোপড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।

41

Leave a Reply