Categories
রাজনীতি

‘রথ যাত্রা হলে বাইক মিছিল কেন নয়?’ বললেন বাম নেতা বিমান বসু।

ওয়েবডেস্কঃ কলকাতার রাজপথে জড়ো হলো শয় শয় বাইক , উদ্দেশ্য নবান্ন অভিযান।সোমবার এমন ই ঘটনা ঘটল শ্যামবাজার এলাকায়।

পুলিশী অনুমতি না মিললেও বাম নেতা বিমান বসু অনড় বাইক মিছিলে তাদের দাবি এখানে কনো নির্বাচনী মিছিল হচ্ছে না এই মিছিল হচ্ছে শিক্ষা এবং চাকরীর দাবিতে। এই মিছিল চলবে শ্যামবাজার থেকে টালিগঞ্জ পর্যন্ত।

কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি পুলিশের অনুমতি। এই বিষয়ে বিমান বসু বলেন , ” রাজ্যে রথ যাত্রার অনুমতি মিললে এরও অনুমতি অবশ্যই দিতে হবে।” এর কারণ হিসেবে তিনি বলেন , “রথ যাত্রা একটি ধর্মীয় উৎসব, এই যাত্রায় শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষ ই অংশগ্রহণ করেন মুসলমান বা খ্রিস্টান সম্প্রদায়ের লোক নয়, কিন্তু আমাদের এই অভিযান সকল যুব সমাজের জন্য শিক্ষা এবং চাকরির দাবীতে, তাই আমরা এই বাইক অভিযান করবোই” ।

74

Leave a Reply