Categories
কুলিক রোববার

কুলিক রোববার : কবিতা : লাঞ্ছিত কবি

শ্রাবনী ভট্টাচার্য্য

অতঃপর রাজ্য পরিদর্শনে বেরোলেন সান্ত্রী মশাই।
উমেদার ,প্রবঞ্চক,বহুরূপী রংবাজ বিক্রিত মস্তক শৃগালের দল ভিড় করে আছে রাস্তার দুধারে
আনুগত্যের নির্বাক প্রদর্শনে।

ঘুরতে ঘুরতে সান্ত্রী মশাই পৌঁছে গেলেন কবির আশ্রমে।
মৃত কবির সহস্র স্মৃতি আঁকড়ে রেখেছে আশ্রমের মাটি,বাতাস।
সুচেতনার অন্দরে জপিত হয়
তার নাম সৃষ্টির শাশ্বত বলয়ে।
সান্ত্রী মশাই ঘুরে বেড়াচ্ছেন এঘর থেকে ওঘর, আড়চোখে বুঝে নিতে চাইছেন সম্মিলিত জনতার উত্তাপ
কবি প্রেমের মিথ্যে অহংকারে।
সহসা সান্ত্রী মশাই বসে পড়লেন
কবির সিংহাসনে।সেই রাজাধিরাজ
রাজর্ষির অক্ষয় স্মৃতিচিহ্ন!
উমেদারদের গলিত জিহ্বায়
হতবাক নিস্তব্ধতা।
রাজনীতির কালো হাতে
লাঞ্ছিত কবির দু চোখ বেয়ে
ফোঁটা ফোঁটা জল
লাভা হয়ে ঝড়ে পড়ছে
আশ্রমের পবিত্র মৃত্তিকায়।

99

Leave a Reply