Categories
কুলিক রোববার

কুলিক রোববার: কবিতা: পদক্ষেপ

শ্যামলী সেনগুপ্ত 

দুয়ারে পা !

অথচ দরজা খুলে

শূন্যতা পাই

শীত যেমন ঋতুকালীন

সঙ্গে নিয়ে আসে

গরম পোষাক ও পিঠেপুলি

বাতাসে শিশির কমে গেলে ফিরে যায় আবার 

এও তেমন পদক্ষেপ। 

জানি , এসব ঋতুচক্রের অধীন

তারপরেও ছুটতে থাকি 

গাজর ও গাধার সেই প্রচলিত গল্পের মতো

বারবার 

শূন্যের সাথে শূন্য জুড়তে জুড়তে

একটা আকাশসিঁড়ি গড়া হয়

ল্যাডার বেয়ে বেয়ে, এক হাতে ঝুলঝাড়ু

আকাশের কোনাখাঞ্চিতে 

যেখানে যত ঝুল আর কালি

ঝাড়ুর শনে জমা হবে

আকাশ সাফসুতরো

এসব ভাবনা সিন্দুকের   

গর্ভে পাঠিয়ে 

দুয়োর খুলে বাইরে আসি

ভরে দিতে 

শূন্য মুঠোগুলি আরেকবার 

ঠিক পদক্ষেপে। 

103

Leave a Reply