Categories
জেলা

“আদিবাসী সারণা ধম কোড” লাগু করার দাবিতে অবরোধ ও বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের

৩১/১/২০২১,ওয়েবডেস্কঃ

উওর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের ডালখোলা রেল অবরোধ ও জাতীয় সড়ক অবরোধ করলেন আদিবাসী সম্প্রদায়। “আদিবাসী সারণা ধম কোড” লাগু করার দাবিতে এদিন অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসী সম্প্রদায়ের প্রায় ৫০০ জন দুপুর দুটো থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত অবরোধ করেন। পুলিশ প্রশাসনের আধিকারিকরা আলোচনা করে অবশেষে অবরোধ তোলেন। আদিবাসী সমাজ লোকজন বলেন, তাদের দাবি না মানলে আগামীদিনে বড়ো আন্দোলন নামবেন তারা গোটা রাজ্য জুড়ে।

67

Leave a Reply