Categories
রাজ্য

কলেজ খোলার দাবিতে কলেজ স্ট্রীটে SFI-এর অভিনব প্রতিবাদ

৩১/১/২০২১,ওয়েবডেস্কঃ

ওয়েবডেস্কঃ করোনা অতিমারীর প্রকপে দীর্ঘদিন স্তব্ধ হয়ে ছিল স্বাভাবিক জীবন।

কিন্তু এই সব কাটিয়ে উঠে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠেছে সাধারণ জনজীবন, খুলছে শপিং মল, থিয়েটার, রেস্টুরেন্ট, চলছে জমায়েত, মিছিল এবং ভোটপর্বও। শুধুমাত্র থমকে আছে শিক্ষবেবস্থা, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়।

এই অচলায়তন কে সচল রাখার জন্য পথে নামলেন রাজ্যের এসএফআই কলকাতা জেলা কমিটির বামপন্থী ছাত্র সংগঠন।

এদিন কলেজ স্ট্রিটে এসএফআই এর উদ্যোগে শুরু হলো বিকল্প ক্লাসরুম।

87

Leave a Reply