Categories
জেলার খবর

কৃষক আন্দোলনের সমর্থনে ট্রাক্টর মিছিল সোনাপুর-ইসলামপুরে।

ওয়েবডেস্কঃ নতুন কৃষি আইন বাতিলের দাবিতে ভারতবর্ষে ব্যাপী যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার আঁচ দেখা গেল ইসলামপুর ও সোনাপুর এলাকার ট্রাক্টর র‍্যালিতে। সিপিআইএম এর কৃষক সংগঠন থেকে একটি দল ডালখোলা থেকে ও অন্য একটি দল সোনাপুর থেকে ইসলামপুর বাস টার্মিনাল এ আসে এবং দুটি দল একত্রে মিলিত হয়ে কোর্ট মাঠে জমায়েত হয়। এই জমায়েতে সিপিআইএম নেতা ওয়াজির আক্তার বলেন এই আন্দোলন কৃষি আইন পরিবর্তন না হওয়া পর্যন্ত চলবে এবং তাদের দাবি না মানা হলে পরবর্তীতে দিল্লি তে সংসদ ভবন ঘেরাও এর পাশাপাশি আরও বৃহত্তর আন্দোলন করা হবে ।

এই আইন পরিবর্তন না হলে লাগাতার আন্দোলনের কথাও বলেন এই র‍্যালির মাধ্যমে।
এছাড়াও তাদের সঙ্গে থাকবেন রায়গঞ্জ মহকুমার অন্তর্গত কৃষকেরাও।

122

Leave a Reply