Categories
জেলা প্রথম পাতা

সাত সকালে ঘন কুয়াশায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনা,মৃত এক

সাতসকালে পথদুর্ঘটনা

উওর দিনাজপুর জেলার করণদিঘী থানার কদমতলা ৩৪ নম্বর জাতীয় সড়কে উপর পথ দূর্ঘটনা ঘটে, স্থানীয়রা জানান, সকাল থেকে ঘন কুয়াশা রাস্তার পাশে একটি ছোট চারচাকার গাড়ি গর্তে পড়ে যায়, গাড়িটে উঠানোর চেষ্টা করে স্থানীয় লোকজন, সেই সময় ঘন কুয়াশায় ১৪ চাকার মালবাহী গাড়ি এসে সজোরে ধাক্কা মারে দাড়িয়ে থাকা গাড়িতে। ছোট্ট গাড়িটির সামনে দিকে ছিলেন মহম্মদ হোসেন (৬৫) নামে এক ব্যক্তি।ফলে তিনি ছোট্ট গাড়িটির নিচে চাপা পড়ে যান। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়। এই ঘটনায় আহত হন আরো। দুর্ঘটনার খবর পেয়ে করণদিঘী থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। ঘাতক গাড়িটির চালক পলাতক।

67

Leave a Reply