Categories
আশেপাশের খবর

ফের দুর্ঘটনা চন্ডীতলায়! লরির ধাক্কায় জখম ১ ব্যক্তি।

ওয়েবডেস্কঃ রায়গঞ্জ থেকে হেমতাবাদ গামী একটি ভুটভুটি গাড়ি কে হঠাতই পেছন থেকে ধাক্কা মারে একটি লরি। ঘটনাটি ঘটে রায়গঞ্জ এর চন্ডীতলা এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয় ওই ভুটভুটি চালক , এছাড়াও গুরুতর ক্ষতিগ্রস্ত হয় গাড়িটিও। স্থানীয় লোকজন ছুটে আসেন এবং জখম চালককে সাথেসাথে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং উত্তেজিত জনতা লড়ির চালক কে রায়গঞ্জ জেলা পুলিশের হাতে তুলে দেয়।স্থানীয়রা দুর্ঘটনার কারণ হিসেবে জানান লড়ির চালক ছিলেন অতিরিক্ত মদ্যপ অবস্থায়।

77

Leave a Reply