Categories
দেশ

প্রয়াত তো হলেন ভারতের কিংবদন্তী গায়ক

১৭/১/২০২১,ওয়েবডেস্কঃ

প্রয়াত হলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত বিখ্যাত ভারতীয় গায়ক গোলাম মুস্তফা খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মুম্বাইয়ে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই ভারতীয় গায়ক। ওনার পুত্র বধূ নম্রতা গুপ্ত খান বলেন,’ শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। আচমকাই বমি করতে শুরু করেন’। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোক প্রকাশ করেন লতা মঙ্গেসকার। তার টুইট বার্তায় তিনি লেখেন, “

‘গায়ক এর পাশাপাশি খুব ভালো মানুষ ছিলেন ওস্তাদ জি।’

বিখ্যাত ভারতীয় গায়ক এর ঝুলিতে রয়েছে পদ্মশ্রী, সংগীত নাটক একাডেমি আওয়ার্ড, পদ্মভূষণ, পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড।

63

Leave a Reply