ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করতো মা আর সেই ভিক্ষাবৃত্তি তে দিন গুজরান হত মা ও ছেলের। আর সেই মা চার দিন আগে মারা গিয়েছেন। 4 দিন আগে মারা যাওয়া মৃত মাকে আগলে রেখেছেন তার ছেলে।এমনই ঘটনা ঘটেছে চোপড়ার সুভাষ নগর এলাকায়।গ্রামবাসীরা মায়ের খোঁজ নিতে গেলে বা সরকারের কথা বললে দা-কুড়াল নিয়ে তেরে আসছে ছোট্ট ছেলেটি। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরবর্তীতে স্থানীয় জনগণ চোপড়া থানায় খবর দিলে পর চোপড়া থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। মাকে হারিয়ে একমাত্র ছোট্ট ছেলেটি তার সমস্ত সহায়-সম্বল হারিয়েছে। এখন তার পুনর্বাসন নিয়ে চিন্তিত চোপড়া প্রশাসন।