Categories
অন্য খবর

কনেপক্ষের পাতে মাংস কম! বিয়ে বাড়িতে ধুন্দুমার! প্রাণ গেল বরের কাকার।

বউভাতের প্রীতি ভোজে কনেপক্ষের লোকেদের পাতে মাংস কম পড়েছিল! বারবার চাওয়ার পরেও নাকি আর একটুও মাংস মেলেনি। স্রেফ এই নিয়ে হুলুস্থুলু কাণ্ড বাংলাদেশের বড়িশালে। মারধর, সংঘর্ষে প্রাণ গেল বরের কাকার। নিহত ওই ব্যক্তির নাম আজাহার মীর , এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমান বন্দর থানার ওসি জাহিদ-বিন আলম বলেন,এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য কনে পক্ষের ১২ জনকে আটক করেছে পুলিশ।

119

Leave a Reply