লালিয়া মুখার্জী
এভাবে পুড়তে পুড়তে একদিন সত্যি করে উল্কি খুঁজে নেব
নিভু আঁচে সেঁকে নেব সাগরেদদের শরীর
মৃত্যু নয়,মমো চিত্তে কুশলী লাল দামামা।
তুমি আদর করোনা সে কতদিন হোলো
কতদিন তোমার মুখে পেঁয়াজ পান্তার গন্ধ পাইনি
নেশার পর কতদিন আদর জোটেনি আমার লাঙল ঠোঁটে
বয়স কি এঁটো হয় কখনো, কখনো কি বাসি হয় ভঙ্গুর শরীর
যে কিস্তির জবাব দিহি তুমি কাস্তে তে দিতে চেয়েছিলে
তা এখনো রক্তের মতো লাল হয়ে আছে
প্রসব যোগ্যতায় এখনো আমি ধানসিড়ি নদী
তুমি অন্য দলে অন্য কারো দাওয়ায় মাদুর পেত না আর
দেখ রক্তবীজে আমি কেমন রামধনু হয়ে উঠেছি।