Categories
জেলা

ইসলামপুরে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ গ্রেফতার করল এক জনকে

২৯/১২/২০২০,ওয়েবডেস্কঃ

দিনেদুপুরে রীতিমতো ফিল্মি স্টাইলে ইসলামপুরে এক সবজি ব্যবসায়ীর টাকা ছিনতাই করতে গিয়ে গ্রেফতার করল এক যুবককে ইসলামপুর থানার পুলিশ। জানা গেছে ঘটনাটি ঘটেছে ইসলামপুর কালিবাড়ি চত্বরে। এদিন ছিনতাইয়ের ঘটনাটি ঘটে সবজি বিক্রেতা বিশু মণ্ডল এর সাথে জেলার পুলিশ সুপার শচীন নস্কর জানান ছিনতাইকারীদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে তার নাম মোঃ আজাদ। ছিনতাইকারী যুবক বিহারের পুঠিয়া থানার ঊদগরা অঞ্চলের বাসিন্দা। ছিনতাইকারীর বাকিদের তল্লাশি চালানো হচ্ছে।

118

Leave a Reply