Categories
অন্য খবর

পঞ্জাবে বেড়েই চলেছে আম্বানী আদানির বিরুদ্ধে ক্ষোভ,ভাঙা হচ্ছে জিও’র টাওয়ার!

শীতের পারা যত নামছে উত্তাপ বাড়ছে কৃষক আন্দোলনের। শুধু দিল্লির রাস্তাতেই নয় পঞ্জাবের সর্বত্র ছড়াচ্ছে কৃষক আন্দোলনের উত্তাপ।

কৃষক আইনের ফলে সব থেকে লাভবান হবে আম্বানী ও আদানির মতো কোম্পানি গুলোই।কৃষিজাত পন্য মজুত করার জন্য আদানির বিরাট গোডাউন তৈরির ফলে আরও ক্ষুব্ধ কৃষকরা।

আম্বানিদের জিও ফোনের সিম বাতিল করার ডাক আগেই দিয়েছিল কৃষকরা। এবার পঞ্জাবে জিও’র টাওয়ার ভাঙার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। তবে বেশিরভাগ কৃষকই শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে সহমত জ্ঞাপন করেছেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং সকলকে শান্ত থাকতে অনুরোধ করেছেন।

উল্লেখ্য, মুকেশ আম্বানি ইতিমধ্যেই বিশ্বের ধনীদের তালিকায় প্রথম থেকে দশম স্থানে চলে এসেছে। জিও’র সিম বাতিল করে দেওয়ার কৃষকদের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে মুকেশ আম্বানির সংস্থা।

71

Leave a Reply