Categories
আশেপাশের খবর

রায়গঞ্জ বন বিভাগ পিকনিক নিষিদ্ধ করল শিয়ালমনিতে, এলাকা ঘিরে হল বাঁশ দিয়ে:

পিকনিকের মরসুমে রায়গঞ্জ বনবিভাগ পিকনিক নিষিদ্ধ করল কুলিক পক্ষীনিবাস এর অদূরে শিয়ালমনি ফরেস্টে।পাশাপাশি পুরো এলাকা ঘিরে ফেলা হয় বাঁশ দিয়ে সাথে একাধিক স্থানে লাগিয়ে দেওয়া হয় নোটিশ।বনবিভাগের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, করোনা আবহে যাতে কোনরকম জমায়েত না হয় সেজন্যই এই সিদ্ধান্ত। পাশাপাশি প্রতি বছর পিকনিক পার্টির ফেলে দেওয়া খাবার ও প্লাস্টিক থালা বাসন পরিবেশকে দূষিত নোংরা করছিল। সেই কারণে এই সিদ্ধান্ত স্বভাবতই খুশি রায়গঞ্জের পরিবেশ প্রেমীরা।

120

Leave a Reply