Categories
জেলার খবর

হেমতাবাদ আজ CINI-র সচেতনতা শিবির

ওয়েব ডেস্ক ডিসেম্বর ২৪,২০২০: আজ CINI-র(চাইল্ড ইন নীড ইনস্টিটিউট)উত্তরদিনাজপুর ইউনিটের উদ্যোগে হেমতাবাদ ও বিষ্ণুপুরে হয়ে গেল শিশু সচেতনতা শিবির। হেমতাবাদ এর তিন নম্বর জিপি এর নওয়াদা গ্রামে এবং দু’নম্বর বিষ্ণুপুর জিপি এলাকা এবং চৈনগর এক নম্বর জিপি  এলাকায় অনুষ্ঠিত হয় এই শিবির। ফোক মিডিয়া সাহায্যে সুন্দরভাবে শিশু স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ে স্থানীয়দের সচেতন করেন সংস্থার সদস্যরা। স্বাস্থ্যশিক্ষা, পুষ্টি, সুরক্ষা এবং বাল্যবিবাহের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই সচেতনতা শিবিরে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে উত্তর দিনাজপুর জেলার বাল্যবিবাহের কুফল এবং শিশু স্বাস্থ্য ও শিশু শিক্ষার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে তাদের এই উদ্যোগ।

101

Leave a Reply