রাজবংশী, পলিয়া, দেশীয়া উন্নয়ন পর্ষদের দাবিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে মিছিল করলো ভূমিপুত্র রক্ষা কমিটি। মঙ্গলবার কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী হাইস্কুল ময়দানে জমায়েত শেষে এই মিছিল শুরু হয়। “ভূমিপুত্র জাগরন যাত্রা” নামে এদিনের মিছিলের মুখ্য উদ্যোক্তা ছিলেন ভূমিপুত্র জাগরন যাত্রা কমেটির সভাপতি রুপক রায়। রাজবংশী, পলিয়া, দেশীয়া উন্নয়ন পর্ষদের দাবিতে এই মিছিল কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড় দিয়ে বিবেকানন্দ মোড় হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। ডাকবাংলা রোডে বেশ কিছু সময় অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।২০২১ বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে কালিয়াগঞ্জে ভূমিপুত্র রক্ষা কমিটির নামে এই মিছিলের আয়োজন বলে অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের। তপশিলী সংরক্ষিত কালিয়াগঞ্জ বিধানসভা আসনে সংখাগরিষ্ট রাজবংশী সমাজকে সামনে রেখে নতুন পর্ষদ আদায়ের লক্ষ্যে এদিনের মিছিল।এদিনে কর্মসূচীতে উপস্থিত ছিলেন মহম্মদ সারোয়ার্দি , বজলে রহমান,রাম হাজদা,আনারুল ইসলাম সহ অন্যান্যরা নেতৃত্বরা।