Categories
কুলিক রোববার

কুলিক রোববার: কবিতা: শেষ অক্ষের কবিতা

চিরঞ্জীব হালদার

এই যে সাতান্নটা মশলা দিয়ে তুমি তৈরি তার সবটাই ভুলভাল।
এক কপট ঝোরা আর খেঁকশিয়াল সারাক্ষন
গুলতানির শব্দে মেঘেদের সাথে লেপ্টে থাকে।

আটান্ন নম্বরে এক ফ্রেঞ্চকাটা হোমিও বান্ধব।
বায়ুপুরাণের পঞ্চম পাতায় তার সাংকেতিক ক্রিয়াকর্ম।যখনই দেখি তিনি অশৈচ আলোক শোধনে আমলকি শাখার মত স্থির।
এখানে যে নোঙর করবো সে সময় আর হলুনি।

ষাট নম্বর সবুজ রঙের এক দরজা।তার না আছে হুড়কো। না তার ডাঁসা। । তো সেই ডাঁসা নাকি তিল ক্ষেতে মৌমাছি দের সাথে রামধনুর অক্ষপথে।ভাবতে থাকি টোকা দেবো কি দেবো না।

পাটাতনে শুয়ে আছে এক শ্বেত তক্ষক।
জিজ্ঞেস করল আধার কার্ডে নয় সংখ্যার
অবস্থান কোথায়।
হে আমার অপরা চোখের ফুলকারি মোহ
আমি কেন নয় কে আজও সনাক্ত করতে পারছিনা।

২৫-১১-২০

70

Leave a Reply