Categories
অন্য খবর

গুগলের সার্ভার ডাউন গোটা বিশ্ব জুড়ে

১৪/১২/২০২০,ওয়েবডেস্কঃ

আপনার কম্পিউটার বা ফোনেও কি সার্ভারের সমস্যা হচ্ছে? তাহলে জেনেনিন এই সমস্যা শুধু আপনার নয়। এই সমস্যা গোটা বিশ্ব জুড়ে চলছে।
গুগলের সার্ভার বসে গেছে গোটা বিশ্ব জুড়েই। ভারত সহ গোটা বিশ্বের বিভিন্ন দেশে গুগল সার্চ ইঞ্জিন, জিমেইল, ইউটিউবসহ বিভিন্ন সাইট খুলছে না। বিশ্বের প্রায় ১৫০ কোটির ওপর ব্যবহারকারী আছে জিমেইলে। সার্ভার বসে যাওয়ায় বিপুল ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবহারকারীরা। ব্রিটেন, আমেরিকা সহ বড়ো বড়ো দেশ গুলো থেকেও গুগলের এ সমস্যার খবর আসছে। এখন দেখার বিষয় হলো কতদিনে গুগলের সার্ভার ঠিক হয়ে স্বাভাবিক হয় সব।

143

Leave a Reply