তপন রায়
কিছু তাপ আগামীকালের জন্য তোলা থাক
সম্পৃক্ত রয়েছি এখন
আরো পেলে গলে যেতে পারি
কুঠুরিতে বেঁধে রাখো তাপ
ওগো নদী,ওগো নারী,ওগো সদ্য ফোটা ফুল– জীবনের অপচয় মস্ত বড় ভুল।
গাছে গাছে শীত নেমে এলে
কাছে গিয়ে বসো আমাকে জ্যোৎস্না দিও
শীতল জ্যোৎস্না তার নীচে শান্তিস্তূপা
বোধিবৃক্ষের হাওয়া।
বারবার কেন আনো তাপ
আমার বিস্ফোরণের এত প্রয়োজন!
উনুনের যৌবনে কতটুকু অনুভূত
কুপির আলোক!