Categories
জেলার খবর

৬০ বছর বয়স পর্যন্ত চাকরি ও পেনশনের দাবিতে বিক্ষোভ কলেজের অস্থায়ী শিক্ষাকর্মীদের!

কলেজ এমপ্লয়িজ সমিতির পক্ষ থেকে 60 বছর চাকরির গারেন্টি ও পেনশন ব্যবস্থা চালু করতে হবে এবং অন্যান্য দাবি-দাওয় নিয়ে ইসলামপুর কলেজের অস্থায়ী শিক্ষা কর্মীরা ইসলামপুর কলেজের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে । অস্থায়ী শিক্ষাকর্মী রা জানান গত পনেরো থেকে কুড়ি বছর সময় থেকে বেশি ধরে তারা কলেজে অল্প টাকার বিনিময়ে কাজ করে আসতেছে। তারা করেছেন কিন্তু কোনো সুফল পাওয়া যায়নি। হচ্ছে না তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন। প্রসঙ্গ ইসলামপুর কলেজে 28 জন শিক্ষা কর্মীরা বিভিন্ন পদে গত কয়েক বছর ধরে কাজ করে আসছে এবার স্থায়ীকরণ দাবি নিয়ে সরব হয়েছেন। ‌বিভিন্ন ভাবে তাদের আন্দোলন চালিয়ে যাবেন।

59

Leave a Reply