Categories
অন্য খবর

২০ বছর বয়সী ছাত্রের এডমিট কার্ডে বাবা মায়ের নামের জায়গায় বলিউড অভিনেতা অভিনেত্রীর নাম

১০/১২/২০২০,ওয়েবডেস্কঃ

এবার সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হল বিহারের এক ছাত্রের এডমিট কার্ড। যে এডমিট কার্ডে ছাত্রের বাবার নামের জায়গায় লেখা বলিউড অভিনেতা ইমরান হাসমির নাম। অন্যদিকে মায়ের নাম এর কাছে লেখা সানি লিওনের নাম।

বিহারের মুজাফফরপুরের এক কলেজের বছর ২০-র দ্বিতীয় বর্ষের ছাত্রের অ্যাডমিট কার্ডকে ঘিরে জল্পনা।বৃহস্পতিবার সকাল থেকেই শোরগোল পড়ে গিয়েছে সমস্ত নেট দুনিয়ায়। খিল্লি করতে ছাড়েননি নেটিজেনরাও। বিষয়টি নজরে আসতেই টুইট করেছেন ইমরান হাসমি। সেখানে তিনি মজার ছলে লিখেছেন, ‘দিব্যি করে বলছি সে আমার নয়।’ তবে, এ বিষয়ে এখনও অবধি কিছু বলেননি অভিনেত্রী সানি লিওন।

তবে শিক্ষাক্ষেত্রে বারংবার এ ধরনের ভুল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে অসংখ্য মানুষ।

62

Leave a Reply