Categories
অন্য খবর

করোনার টিকা নিলে দুমাস বন্ধ মদ

১০/১২/২০২০,ওয়েবডেস্কঃ

করোনার টিকা নিলে দুমাস ছোঁয়া যাবে না মদ। এমনই শিরোনাম উদ্ধৃত করে রাশিয়ার সরকারকে এ কথা জানান রাশিয়ার এক সংবাদ সংস্থা। জানা গেছে রাশিয়ায় তৈরি করণা টিকা স্পুটনিক-ভি নিলে দু মাস থেকে দূরে থাকতে হবে। একবার স্পুটনিক-ভি দেহে প্রবেশ করলে তারপর ৪২ দিন মদের সংস্পর্শে আসা যাবে না। অর্থাৎ যতদিন না টিকা দেহের ভেতরে গিয়ে তার কাজ শুরু করছে ততদিন পর্যন্ত অ্যালকোহল থেকে দূরে থাকাই বাধ্যতামূলক। এ বিষয়ে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভসও জানিয়েছেন স্পুটনিক-ভি টিকা নেবার পর অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে।

129

Leave a Reply