Categories
করোনা

শীতের শুরুতে দেশ ও রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী, উত্তর দিনাজপুর জেলায় আক্রান্তের সংখ্যা ৬০৯৩

১০/১২/২০২০,ওয়েবডেস্কঃ

গত কয়েক সপ্তাহ ধরেই দেশের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মোট আক্রান্তের সংখ্যাটা নভেম্বরের প্রথম সপ্তাহের থেকে অনেকটাই কম। যার অর্থ, শীতের প্রকোপ বাড়তেই করোনা সংক্রমণ বাড়ার যে আশঙ্কা করা হচ্ছিল, সেটা সম্ভবত আর হচ্ছে না। যা বড়সড় স্বস্তি দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রককে। নিয়মিত অ্যাকটিভ কেসের সংখ্যা কমে যাওয়াটাও বড় স্বস্তির খবর। সেই সঙ্গে রাজ্যের করণা আক্রান্তের গ্রাফ খানিকটা নিম্নমুখী। পাশাপাশি আমাদের জেলা উত্তর দিনাজপুর মোট করণা আক্রান্তের সংখ্যা ৬০৯৩।এখন অব্দি মৃত্যু হয়েছে ৬৭ জনের।সক্রিয় রোগীর সংখ্যা ২৮৮।

90

Leave a Reply