Categories
জেলা

আগামিকালের কৃষকদের ডাকাভারত বনধের সমর্থনে ইসলামপুরে মিছিল

৭/১২/২০২০,ওয়েবডেস্কঃ

দেশের আন্দোলনরত কৃষকদের ডাকা আগামিকালের সারাভারত বনধের সমর্থনে ইসলামপুরে মিছিল করলো বামফ্রন্ট।আজ সন্ধ্যায় কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে বামফ্রন্টের ডাকা এই মিছিলে সিপিআইএম, আরএসপি ফরওয়ার্ড ব্লকসহ বাম সহযোগী দলের কর্মীদের সমর্থকরা অংশ নেন। মোদির কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায়। ইসলামপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি ইসলামপুর বাস টার্মিনাল এলাকায় পৌঁছে শেষ হয়। মিছিল শেষ দাহ করা হয় মোদির কুশপুতুল।

39

Leave a Reply