Categories
রায়গঞ্জ

রায়গঞ্জে আজ ‘চাইল্ডলাইন সে দোস্তি’

গৌতম দাস, নভেম্বর২২,২০২০: চাইল্ড ইন নীড ইনস্টিটিউট (সিনি) ও 1098 চাইল্ড লাইন এর উদ্যোগে চাইল্ড লাইন সে দোস্তি প্রোগ্রাম গত 14 ই নভেম্বর থেকে উত্তর দিনাজপুর জেলায় চলছে। গতকাল হেমতাবাদ ব্লকের ৩নং নওদা অঞ্চলে এই কর্মসূচি পালিত হতে দেখা যায়। এদিন রায়গঞ্জ ব্লকের বিন্দোল অঞ্চল, ভাতুন অঞ্চল, জগদীশপুর ও রামপুর অঞ্চলের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি পালিত হয়। চাইল্ড লাইনের সঙ্গে বিভিন্ন এ লাইট সিস্টেম অর্থাৎ ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন পঞ্চায়েত এস এইচ জি মহিলারা চিল্ড্রেন গ্রুপ এদের সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করাই চাইল্ড লাইন সে দোস্তি প্রোগ্রামের মূল উদ্দেশ্য।

62

Leave a Reply