Categories
করোনা

নতুন করে 24 ঘন্টায় করোনা আক্রান্ত ২৪ জন ও মৃত ২জন, উদ্বেগে জেলা প্রশাসন:

উৎসবের মেজাজ গোটা বাংলায়,সাথে করোনার থাবা ও বেশ জোরালো। গত 24 ঘন্টায় উত্তর দিনাজপুরে নতুন করে করণা আক্রান্ত হল 24 জন ও মৃত্যু হল দুজনের এবং সুস্থ হয়েছে 33 জন। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এই বিষয় নিয়ে চরম উদ্বেগে রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের আপডেট জানানো হয়েছে, উত্তর দিনাজপুর জেলায় মোট করণা আক্রান্ত সংখ্যা ৪৩৯২জন, এর মধ্যে সুস্থ হয়েছে ৪০০৭জন, মৃত্যু হয়েছে 49 জনের। বর্তমানে অ্যাক্টিভ করণা আক্রান্তের সংখ্যা 336 জন। স্বাভাবিকভাবেই পুজোর মরসুমে অতিমাড়ি মোকাবিলায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ নিয়েছে।

148

Leave a Reply