গৌতম মুখার্জি
সেপ্টেম্বর মৃত্যুমাস। বাতাসে বিষাদ গন্ধ।
পাইন পাতায় কুয়াশার বিষণ্ণ অবিচুয়ারি।
মনকেমন মৌতাতে বুঁদ নিঃসঙ্গ অক্ষরমালা।
বাকি মাস পাহাড়ি টিলায় হুডখোলা জিপে চারমিনারের হ্যাটখোলা সু-রেশ ওবেরয়।
ব্যাটের কানায় লাগা ভুল অন্যমাসে অনায়াসে ছয়।
কানের কাছ ঘেঁষে বেরিয়ে যায় স্ক্যান্ডাল।
বর্ষার সাথে ফর্সা মেলালেও গোদা লাগেনা।
সেপ্টেম্বর সর্বনাশের অনিবার্য সর্বনাম।
রাস্তায় ঘাতক ইশারা, লুকোনো ম্যানহোল।
স্কুলকাটা কমল টকিজে মুখোমুখি অমল ঘোষ!
সামান্য কথাও পাঁচকান হয় এ-মাসেই।
নিরক্ষর কষ্টের পাশে এসে বসে না-বলা বিকেল।
দেবদারুর বাকলে ঝোলে অদৃশ্য এপিটাফ।
যাও সেপ্টেম্বর। আশ্বিনেও আসিও না।
সেপ্টেম্বর আয়ুর মুদ্রণ প্রমাদ।
সেপ্টেম্বর মৃত্যুর হুবহু অনুবাদ।