Categories
কুলিক রোববার

কুলিক রোববার : অণুগল্প : দৈনন্দিন

সাধন দাস

স্ট্রিটল্যাম্পে আবছা আলো। লোকটা হাতের দড়িতে বানমাছ ঝুলিয়ে ফিরছে। অন্ধকার গলিতে ঢুকলো। মাছটাকে সাপ মনে হলো। লোকটা ডানদিকের আরো একটু সরু আরো একটু অন্ধকার গলিতে ঢুকলে দড়িটাকেও সাপ মনে হলো। লোকটা আরো সরু আরো অন্ধকার গলিতে বাঁক নিলো। সাপ, দড়ি, হাত মিশে, হাত কিংবা দড়ি মনে হতে পারতো, সাপ মনে হচ্ছে। বাঁদিকে আরো একটু সরু গলি আরো একটু অন্ধকার। লোকটিকে আর দেখা গেলো না। গলির অন্যমুখে রাজপথ। একটা লম্বা ছায়া বেরিয়ে আসছে। রাজপথে ময়ুর। ময়ূর সর্বভূক। ছায়া শুদ্ধু দানা খুঁটে খায়।

69

Leave a Reply