বিজেপির আইটি সেল ও নির্বাচন কমিশনের আতাত নিয়ে আরটিআই অ্যাক্টভিস্ট সাকেত গোখলের আনা বিষ্ফোরক অভিযোগ জাতীয় রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে।প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতীয় নির্বাচন কমিশনের ভুমিকা নিয়েই। তার আনা অভিযোগে নড়েচড়ে বসতে হল কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেউ। গত বছর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনা করার জন্য বিজেপির আইটি সেলকে নিয়োগ করেছিল গোখলের এই অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্র নির্বাচন কমিশনের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া (ইসিআই)।
चुनाव आयोगके महाराष्ट्र विभागीय कार्यालय याने Chief Electoral Officer Maharashtra ने भाजपा के पदाधिकारी की कंपनी को ठेका देना लोकतंत्र में महत्वपूर्ण चुनाव प्रक्रिया पर सवालिया निशान लगाता है। भाजपा कहां कहां घुसपैठ कर चुकी है यह स्पष्ट होना चाहिए। pic.twitter.com/oU0epxQhdi
— Sachin Sawant सचिन सावंत (@sachin_inc) July 24, 2020
নিজের ট্যুইটারে সাকেত গোখলে জানান, ২০১৯ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি পরিচালনা করার জন্য যে সংস্থাকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন, তা আসলে বিজেপির নিয়োগপ্রাপ্ত একটি সংস্থা, যার মালিক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ঘনিষ্ঠ বিজেপি নেতা। এক্ষেত্রে মহারাষ্ট্রের মুখ্য নির্বাচন কমিশনার কর্তৃক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নির্বাচন সংক্রান্ত বিজ্ঞাপনকে প্রমাণ হিসেবে ব্যবহার করেছেন গোখলে।
তাঁর অভিযোগ, মহারাষ্ট্র নির্বাচন কমিশনারের সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন পোস্টে যে ঠিকানার উল্লেখ রয়েছে – ২০২ প্রেসম্যান হাউস, ভিলে পার্ক, মুম্বাই, এই ঠিকানাটি সোশ্যাল সেন্ট্রাল নামের একটি ডিজিটাল এজেন্সি ব্যবহার করে। এই এজেন্সির মালিক দেভাং দাভে, যিনি বিজেপির যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চার আইটি এবং সোশ্যাল মিডিয়ায় জাতীয় আহ্বায়ক।
Devang Dave is also the founder of websites and pages like "The Fearless Indian", "I Support Narendra Modi" etc. His agency lists the BJP (naturally) as a client along with other govt. entities.
— Saket Gokhale (@SaketGokhale) July 23, 2020
The above pages are full of h@teful political content of BJP IT Cell.
(4/6) pic.twitter.com/XvzRDfWTtj
তাঁর আরও প্রশ্ন, “মহারাষ্ট্রের মুখ্য নির্বাচন আধিকারিকের সোশ্যাল মিডিয়া কেন বিজেপির আইটি সেলের সদস্য দ্বারা পরিচালিত হবে?”
It is beyond SHOCKING that the Election Commission chose a BJP IT cell guy & his agency to handle their social media for Maharashtra elections.
— Saket Gokhale (@SaketGokhale) July 23, 2020
ECI is supposed to be monitoring social media of parties during election.
Here, they *literally* worked with the ruling party
(5/6)
সোশ্যাল সেন্ট্রালের ওয়েবসাইট থেকে ক্লায়েন্টদের নামও ট্যুইটারও শেয়ার করেছেন সাকেত গোখলে, যার মধ্যে বেশ কয়েকটি সরকারি সংস্থাও রয়েছে।
এই অভিযোগে সঠিক তদন্তের দাবি তুলেছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র শচীন সাওয়ান্ত জানিয়েছেন, “নির্বাচন কমিশনের মতো স্বাধীন সংস্থার বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগের সঠিক তদন্তের দাবি করছি আমরা। বিজেপির যুব শাখার জাতীয়স্তরের এক নেতার কোম্পানি মহারাষ্ট্র নির্বাচন কমিশনারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করছে। তাহলে তথ্যের গোপনীয়তা কী থাকবে? কেন ওই সংস্থার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়নি?