৩০/৬/২০২০,ওয়েবডেস্কঃকরোনা ভাইরাসের কারণে দেশে লকডাউন শুরু হয়েছিল। আর সেই কারনে তৈরি হয়েছিল আর্থিক সমস্যা। তখন সমস্যার কথা মাথায় রেখেই ব্যাংকের লেনদেনে বেশকিছু ছাড়ের কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার।বলা হয়েছিল সেই সকল ছাড়ের সুবিধা মিলবে ৩০ শে জুন পর্যন্ত। এদিকে সোমবার রাতেও এই সুবিধার লাভের সময়সীমা বাড়বে কিনা সেই ঘোষণা কেন্দ্র সরকারের পক্ষ থেকে করা হয়নি। অন্য দিকে আজ ৩০শে জুন অর্থাৎ মঙ্গলবার যদি সময়সীমা বৃদ্ধির কোনো ঘোষণা না হয় তাহলে বুধবার থেকে চালু হয়ে যাবে পুরাতন সকল নিয়ম। সে ক্ষেত্রে এটিএম এর সর্বাধিক ব্যবহারের জন্য দিতে হবে পূর্বের মতনই চার্জ। এছাড়াও সেভিংস একাউন্টে ন্যূনতম টাকা রাখা বাধ্যতামূলক ভাবে চালু হয়ে যাবে।