মন-কুড়ানো
ভাস্কর ভট্টাচার্য
আমরা যারা ছোট্ট অনুভবী
বাড়া ভাতে মন জুড়িয়ে রাখি,
নুন আনতে পান্তা ফুরোয় ‘ওদের’
আতান্তরে হলই নাহয় ফাঁকি।
হাড় হাভাত ঐ হাজার কয়েক ম’লে
জনস্ফীতি নামবে গুণিতকে;
ভেজা-কথা উজাড় ক’রে দেব
না হয় কথা লিখব বাঁধা ছকে।
অনল হেসে মৃত্যু যদি আসে
আয়নায় তবে অচিন চোখে চাওয়া,
চারপাশে এক শূন্য সমারোহ
চিহ্নবিহীন অ-মুলুক স্রোতে বাওয়া।