২৭/৬/২০২০,ওয়েবডেস্কঃউওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের দোমহনা সুধানি নদীর জল বাড়ছে। উওরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাতায়াতের একটি মাত্র ব্রিজ দোমহনা নদীর ওপর। জল ক্রমশ বেড়ে যাওয়ার ফলে ব্রিজ ছুঁয়ে জল পার হচ্ছে। এমন অবস্থায় লরি চালকরা আতঙ্ক নিয়ে নদীর উপর দিয়ে পার হচ্ছে। লরি চালক ও স্থানীয় লোকজন বলেন, বিপদের মধ্যে রয়েছে দোমহনা ব্রিজ।সকাল থেকেই প্রশাসন আধিকারিকরা রয়েছেন এলাকায়। ব্রিজের উপর ধীর গতিতে লরি যাতায়াত করানো হচ্চে। এছাড়াও জল বাড়তে থাকায় সুধানি নদীর জলে বেশ কয়েকটি গ্ৰাম জলমগ্ন হয়ে পড়েছে।