গৌতম মুখার্জী
কেমন আছো বোধিবৃক্ষতলা?
কেমন আছো কুলিক নদীর জল?
মানুষের আজ মানুষ ছোঁয়া বারণ
নদীর আজও পাড়ছোঁয়া সম্বল।
কেমন আছো আমার প্রিয় শহর?
কেমন আছো মানুষেরা দিন-রাত?
মুখ দেখাদেখি বন্ধ তো সেই কবেই!
আজ মাস্কঢাকা ভাইরাস অজুহাত।
কেমন আছো কাজ-হারানো মানুষ?
কেমন আছো হাঁটতে-থাকা দেশ?
আমাদের স্রেফ সহানুভূতির দায়!
তোমাদের না-বাঁচাটাই অভ্যেস।
কেমন আছো রাস্তার ফেরিওয়ালা?
কেমন আছো শাক-বেচা সেই মাসি?
টিভিতে কীসব প্যাকেজের কথা বলে
তোমাদের ঘরে তার কিছু ঢুকবে কি !
কেমন আছো দিল্লি? শাহীনবাগ?
কেমন আছো দাদি? হালত্ ঠিক?
জানি এখন দেশের দোয়াই করো
করোনা কৃপায় আপাতত নাগরিক!
কেমন আছো ডাক্তার, কর্মীরা?
কেমন আছো ঘরে না-ফেরা নার্স?
আমাদের তো হাততালি বিলাসিতা
তোমাদের জন্য জীবাণু-সহবাস।
কেমন আছো স্বজনহারা শোক?
কেমন আছো বন্ধুরা কাছে দূরে?
দুঃসময় হাত ছেড়েছে সবার, তবু
মন বাঁধা থাক এখনো একসুরে।