১২/৬/২০২০,ওয়েবডেস্কঃজঞ্জালের গাড়িতে তোলা হলো শব!উত্তর প্রদেশের বলরামপুরের এই ঘটনায় নিন্দার ঝড় বইছে সারা দেশে।পুলিশ সূত্রে খবর অনুযায়ী ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুরে। বুধবার সেখানকার স্থানীয় একটি সরকারি দপ্তরে সম্ভবত ব্যাক্তিগত কোনও কাজে গিয়েছিলেন মহম্মদ আনোয়ার নামের এক ব্যক্তি। হঠাৎই অফিসের গেটের সামনে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আনোয়ারের দেহ দেখে ভিড় মানুষ করলেও করোনার আতঙ্কে কেউ ছুঁতে সাহস পাননি।অনেকটা সময় কেটে যাওয়ার পর খবর দেওয়া হয় পুরসভায় ও স্থানীয় হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে একটি অ্যাম্বুল্যান্স। কিন্তু তাতে আনোয়ারের দেহ তোলা হয়নি করোনায় মৃত্যু হয়েছে কিনা এই সন্দেহে। শেষ পর্যন্ত জঞ্জাল ফেলার গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয় মৃতদেহ।
এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দায় মুখর হয়েছেন মানুষ। গোটা ঘটনাটিকে ঘিরে পুলিশের মধ্যেও ক্ষোভ দানা বেঁধেছে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বলরামপুর পুলিশের প্রধান দেবাঞ্জন বর্মা বলেছেন, করোনার মতো মহামারী নিয়ে সবার মধ্যেই আতঙ্ক রয়েছে। কিন্তু এহেন কাজ করা উচিত হয়নি। ওই কর্মীরা অমানবিক কাজ করেছেন। পুলিশ এবং কর্পোরেশনের কর্মীদের তরফে বড় ভুল হয়েছে। যদি করোনাই সন্দেহ করা হবে, তা হলে পিপিই নিয়ে যাওয়া উচিত ছিলো।