
এবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়ে পথে নামছে আরএসএস অনুমোদিত সংগঠন সহ ১০ টি ট্রেড ইউনিয়ন। রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ এবং শ্রমিক বিরোধী সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ১০ জুন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
আগামী ১০ জুন সমগ্র দেশে প্রতিবাদ সভার ডাক দিয়েছে ভারতীয় মজদুর সংঘ। সংঘের নেতাদের সঙ্গে কোনোরকম আলাপ আলোচনা ছাড়াই বিভিন্ন কারখানাগুলিকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই নিয়েই ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। মোদী সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা।
ভারতীয় মজদুর সংঘের জোনাল সম্পাদক পবন কুমার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, তাঁরা ১০ জুন দেশ জুড়ে বিক্ষোভ করবে ও ধর্ণা দেবে। তিনি জানিয়েছেন, সংস্কারের নামে মোদী সরকার শ্রমিক বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। তাঁর বক্তব্য, এই সংস্কার প্যাকেজ দেশের স্বার্থের পরিপন্থী। সরকার সোনার ডিম পাড়া মুরগিটিকে মারতে চাইছেন বলে দাবি করেছেন তিনি।
কেন্দ্র সরকারের বিরুদ্ধে ‘সেভ পাবলিক সেক্টর, সেভ ইন্ডিয়া’ আন্দোলনের ডাক দিয়েছে সংঘ। তাঁদের বক্তব্য রেল এবং ডিফেন্স অর্ডিন্যান্স ফ্যাক্টরি গুলিকে কর্পোরেটাইজেশন করার সিদ্ধান্ত ভুল। কয়লা সেক্টরকে ব্যক্তিগতকরণের ফলে দুর্দশার মুখে পড়েছেন শ্রমিকরা।
ইউনিয়নের সাধারণ সম্পাদক ব্রজেশ উপাধ্যায় বৃহস্পতিবার বিবৃতি জারি করে জানিয়েছেন, বিএমএস লড়াই করে যেতে ততদিন দায়বদ্ধ যতদিন না সরকার শ্রমিক বিরোধী এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা বিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসে।