https://kulikinfoline.com/vid-20200608-wa0056-mp4/

বন্য পশুদের ওপর একের পর এক হিংসার ঘটনা সামনে আসছে। সম্প্রতি কেরলের একটি হাতি কে আনারসের মধ্যে বাজি-পটকা ভরে খেতে দেওয়ার পর গর্ভবতী হাতির মৃত্যু নিয়ে নিন্দায় সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। কিন্তু দুঃখের বিষয় তাতে বন্যপশু হত্যায় কোনো ছেদ তো পরেই নি বরং প্রতিদিন নুতন নুতন ঘটনা সামনে আসছে।

গতকাল আসামে গুয়াহাটির কাছেই একটি জায়গায় চিতাবাঘ ঢুকে পরলে এলাকাবাসী সেটাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে। তারপর সেই চিতাবাঘের মৃতদেহ নিয়ে এলাকাবাসী রিতিমত বিজয় মিছিল করছে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছে।দেখুন সেই ভিডিও। রায়গঞ্জের প্রাক্তন সাংসদ মহঃ সেলিম কে ভিডিওটি রিট্যুইট করে ঘটনার নিন্দা করতে দেখা যায়।

15