
হাসপাতাল চত্বরেই যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ব্যবহৃত মাস্ক গ্লাভস ও পিপিই। কলকাতা মেডিকেল কলেজেই এই অব্যবস্থা, অনিয়মের ছবি। হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা। জী 24 ঘন্টার তথ্য অনুযায়ী হাসপাতালের মুখ্য প্রবেশদ্বার এর পাশেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পিপিইর ব্যবহৃত অংশ, প্রাচীরের ওপরে ঝুলছে ব্যবহৃত গ্লাভস, রাস্তায় পড়ে রয়েছে আইসোলেশন বিভাগে ব্যবহার করা চশমা। সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে যেখানে করো না আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে সেই ফ্লোরেও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ব্যবহৃত চিকিৎসার সরঞ্জাম। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে। যেখানে সারাদেশে ক্রমশ বেড়ে চলেছে করনা আক্রান্তের সংখ্যা সেখানে হাসপাতালে এই চূড়ান্ত গাফিলতির ফলে হাসপাতাল থেকেই ঘটতে পারে প্রচুর পরিমাণে সংক্রমণ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ পুরো দায় চাপিয়ে দিয়েছেন বাইরে থেকে আসা অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং রোগীর আত্মীয় পরিজনের উপর। যদিও হাসপাতালের চিত্র পুরোপুরি অন্য কথাই বলছে। রাজ্যের বড় করো না হাসপাতালের এমন চিত্র উঠে আসায় স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।