৫/৬/২০২০,ওয়েবডেস্কঃলক ডাউন এর জন্য বন্ধ ছিল দেশে বিভিন্ন আদালত। এবার লকডাউন থেকে আনলক ফেজ ওয়ান শুরু হতেই শুরু হল জেলা আদালত গুলো খোলার প্রস্তুতি। সেই লক্ষ্যেই বৈঠকে বসেছিল হাইকোর্ট কর্তৃপক্ষ। বুধবার রাজ্যের বিভিন্ন জেলার বিচারকদের সঙ্গে আলোচনা করে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আদালত খোলার ইঙ্গিত দেন। সেই আলোচনা মতই জেলার আইনজীবী সংগঠনগুলির সঙ্গে আলোচনা শুরু করে নিম্ন আদালত গুলি। আলোচনার পরে আইনজীবীরা জানান ১৫ই জুন থেকে মুখ্য বিচারিক, এনডিপিএস আদালত, পকসো আদালত সহ কয়েকটি এজলাস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।