
ওয়েব ডেস্ক জুন ৫,২০২০: অবশেষে পরিচালন সমিতির সাথে আলোচনা করে চত্বরের বাইরে চাল বিতরণ শুরু করলেন সুভাষগঞ্জ হাই স্কুল কর্তৃপক্ষ।
গতকাল ছিল সপ্তম শ্রেণীর চাল ও আলু বিতরণ। কিন্তু পরশুদিন সন্ধ্যায় স্কুল ভবনে পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখার জন্য গতকাল বিতরণ করা যায়নি চাল ও আলু।
আজ সকালে স্কুলে পৌঁছেও শিক্ষকরা বিতরণ শুরু করতে পারেননি। ব্লক প্রশাসন ও বিদ্যালয় পরিদর্শক কে জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। অবশেষে বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুল চত্বর থেকে চাল ও আলু লাগোয়া বাজারে এনে একটি ফাঁকা দোকান ঘর থেকে তা বিতরণ শুরু করেন । বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগে স্বভাবতই খুশি সপ্তম ও অষ্টম শ্রেণীর পড়ুয়াদের অভিভাবকেরা। তবে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে কি করে বিদ্যালয় কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে বিদ্যালয় ভবন কে কোয়ারেন্টাইন সেন্টার করা হলো তা নিয়ে প্রশ্ন জেগেছে স্থানীয়দের মনে।