ভাস্কর চৌধুরী
আঁধার ও সুন্দরী আমি ঘৃণা করি
শোক মেলায় ভ্যান নিয়ে
ফুচকা বেচতে বসা লোকটাকে
ঠকিয়ে দিয়ে , চলে যাওয়া
আমি ঘৃণা করি ।
আমি মৃতের জানাজায় দাঁড়িয়ে-
ও বন্ধু, ছেলে মেয়ের বিয়ে দিলে ?
শুনতে ঘৃণা করি ।
আমি কার্নিভালে জুয়া খেলে
হেরে যাই
আমি নাচের মেয়েটি এলে
তার সাথে দু পাক নেচে
হাসতে হাসতে ফেটে যাই ।
একশো টাকার দুটি নোট
তার পায়ের তলায় ছুঁড়ে দিয়ে
সুখ পাই ।
শোকের মেলায়
আমি কোনদিন কাউকে ডাকিনি
আমি শোকমেলা বড় ঘৃণা করি ।