Categories
জেলা জেলার খবর

সড়ক দুর্ঘটনায় আহত ২

16/12/2018,স্বপন পাল: উওর দিনাজপুর জেলার করণদিঘী থানার আলতাপুর ২ নম্বর গ্ৰাম পঞ্চায়েতের ধুমটোলায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত দুই।

সাইকেল নিয়ে দুটি বাচ্চা রাস্তার পাশ দিয়ে বাড়ি ফিরছিলো সেই সময় জাতীয় সড়কে দ্রুত গতিতে আসা WB 59B-9834 নম্বরের একটি পিকআপ ভ্যান সাইকেলে ধাক্কা মারলে ছিটকে রাস্তার পড়ে যায় রিপন নাথ ( ১২)সোম বর্মন( ১৩) তাদের দুজনের মাথায় আঘাত লাগে। স্থানীয় মানুষ জন তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিস্ট হাসপাতালে পাঠায়। হাসাপাতালে চিকিৎসা শুরু করার ঘন্টা তিনেক পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

129

Leave a Reply