Categories
জেলা

করণদিঘীতে সড়ক দুর্ঘটনায় মৃত ১

11/12/2018, ,স্বপন পাল: উওর দিনাজপুর জেলা করণদিঘী থানা ডুমরাডাংঙ্গীতে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মারা গেলেন এক ব্যক্তি।

তুফানগঞ্জ ডিপোর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার WB63A2345 নম্বরের বাসটি শিলিগুড়ি থেকে বালুরঘাট যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম দীনেশ বর্মন (৩৭) পেশায় দিনমজুর।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী,টুঙ্গিদিঘী থেকে সাইকেল নিয়ে বাড়ি আসার সময় ডুমরাডাংঙী মোড়ে দ্রুত গতিতে আসা তুফানগঞ্জ ডিপোর বাসটি সজোরে সাইকেল ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে পড়ে যাওয়ার সাথেই মাথায় গুরুত আঘাত লাগে এবং দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দীনেশ বর্মনের। দুর্ঘটনার জেরে ঘন্টা খানেক যান চলাচল থমকে যায় । খবর পেয়ে করণদিঘী থানার পুলিশ এসে মৃত দেহটি থানায় নিয়ে যায় ।

82

Leave a Reply