Categories
জেলার খবর

ভিনরাজ্যে ভোটে জয়: উল্লাস চোপড়া কংগ্রেস শিবিরে

11/12/2018, মুতাহার কামাল, চোপড়া:- ভারতবর্ষে ৫ টি রাজ্যের যে বিধানসভা ভোট হয় সেই ভোটে জাতীয় কংগ্রেসের ফলাফল ভালো হওয়ায় কংগ্রেস কর্মীদের মনোবল চাঙ্গা হওয়ার দৃশ্য চোখে পড়ল চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলে। মঙ্গলবার সন্ধায় চোপড়ার দাসপাড়াতে জাতীয় কংগ্রেসের কার্যালয়ে কংগ্রেস কর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠে ।

কংগ্রেস কর্মীরা একে অপরের মুখ মিষ্টি করে এবং সবুজ আবির নিয়ে মাখামাখি শুরু করে। কংগ্রেস কর্মীদের বক্তব্য যে আগামী দিনে ভারতবর্ষে আবার কংগ্রেস সরকার ফিরে আসবে তা ৫টি রাজ্যের বিধানসভা ভোটের কংগ্রেসের ভালো ফলে প্রমাণ হচ্ছে। কংগ্রেস কর্মীরা মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন তিনি যেন দেখেন এখনো কংগ্রেস আছে, কংগ্রেস সাইনবোর্ড হয়নি।

76

Leave a Reply