Categories
রায়গঞ্জ

মহম্মদ সেলিমের উদ্যোগে পরিবারের হাতে এল বাহিনের সুজিবুলের দেহ

10/12/2018,ওয়েবডেস্ক : রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিমের উদ্যোগে পরিবারের হাতে এল বাহিনের সুজিবুল হকের মৃতদেহ। মুম্বই থেকে ফেরার সময় গীতাঞ্জলী এক্সপ্রেসে অসুস্থ হয়ে পড়েন মুম্বই-এ কর্মরত পরিযায়ী শ্রমিক সুজিবুল হক (২৪)।

গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল রাতে তাঁকে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। আজ সোমবার সকালে তাঁর পরিবারের সদস্যরা মৃতদেহ নিতে গেল লাল ফিতের ফাঁসে আটকে যান তাঁরা। শুরু হয় মৃতদেহ হস্তান্তরে টালবাহানা। গ্রামবাসী সাংসদ এর সাথে যোগাযোগ করে সহযোগিতার জন্য। সাংসদের উদ্যোগে স্থানীয় সিপিএমের যুব কর্মীরা হাসপাতালে পৌঁছে সহায়তা করেন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সুজিবুলের মরদেহ রওয়ানা করানো হয়েছে বাহিনে তাঁর গ্রামের বাড়ির পথে।

99

Leave a Reply